Home / Education / এইচএসসির ফল জানবেন যেভাবে

এইচএসসির ফল জানবেন যেভাবে

এইচএসসি/সমমান পরীক্ষার রেজাল্ট জানুন টেলিটকের মাধ্যমে। বোর্ড কতৃর্ক প্রকাশ হওয়ার পর SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে। ২.৬৭ টাকা প্রতি এসএমএস-এর জন্য (সকল চার্জ অন্তর্ভুক্ত)
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য
HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য
HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে
ওয়েবে রেজাল্ট পেতে ভিজিট করুন-
www.educationboardresults.gov.bd

https://eboardresults.com/v2/home

শুধুমাত্র টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তর পত্র পুনঃনিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন, 174, 175, 176 ইত্যাদি।

About Masud Rana

Check Also

এইচএসসি আলিম ফল জানতে পারবেন যেভাবে

আজ ১৫ অক্টোবর সকাল ১১ টায় উদ্বোধন হতে যাচ্ছে সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *