নির্বাচনী প্রচারণায় জন্য ব্যবহার করুন, এরিয়া ভিত্তিক বাল্ক এসএমএস
বিস্তারিত জানতে :
WhatsApp/telegram : 01722984050
Contact Mobile No : 01722984050
ভোট চেয়ে এসএমএস পাঠাতে পারবেন প্রার্থীরা
সূত্র: এটুপি এসএমএস নির্দেশিকার স্মারক নং- ১৪.৩২.০০০০.৬০০.৪৩.০০৫.২১.৪৩৪; তারিখ ৩০/০৫/২০২১ খ্রি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চেয়ে ভোটারদের মোবাইল নম্বরে এসএমএস পাঠাতে পারবেন প্রার্থীরা। ব্যবহার করতে পারবেন দলীয় প্রতীক কিংবা দলের নাম। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মো. আসিফ ওয়াহিদের সই করা এক বিজ্ঞিপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়,
’সাধারণ এসএমএস’ প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়/স্থানীয় নির্বাচনে অংশগ্রহনকারী যে কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি অনুসরণপূর্বক দল/ব্যক্তি ও মার্কা উল্লেখ করে ভোট চাওয়ার জন্য এসএমএস প্রেরণ করতে পারবেন। উক্ত প্রার্থী নির্বাচিত হলে তার এলাকার জনগণের জন্য কি কি কার্যক্রম গ্রহণ করবেন তাও উল্লেখ করে এসএমএস প্রদান করতে পারবেন।