Home / Education / এক নজরে এসএসসির ফল

এক নজরে এসএসসির ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী পাস করেছেন। চলতি বছর ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে -রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ।

চলতি বছরের দাখিল পরীক্ষায় ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী পাস করেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। দাখিলে ৬৮ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। এবার দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৪ হাজার ২০৬ পরীক্ষার্থী। এবার দাখিলে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। গতবার এই পাসের হার ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।

About Masud Rana

Check Also

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪ হাজার ১৬৬ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা …

Leave a Reply