চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী পাস করেছেন। চলতি বছর ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী।
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে -রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ।
চলতি বছরের দাখিল পরীক্ষায় ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী পাস করেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। দাখিলে ৬৮ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। এবার দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৪ হাজার ২০৬ পরীক্ষার্থী। এবার দাখিলে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। গতবার এই পাসের হার ছিল ৮১ দশমিক ৩৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
NETITBD.Com Sim Offer Bulks SMS Domain Hosting